নরসিংদী জেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। জেলার ৬টি উপজেলা নিয়ে গঠিত ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২০ লাখ। প্রতিটি আসনগুলো ঘিরে প্রার্থীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি।
মনোনয়ন সংগ্রহের দিক থেকেও নরসিংদীতে বেশ সরব নির্বাচনী মাঠ। এর মধ্যে নরসিংদী–০১ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। নরসিংদী–০২ আসন থেকে ৭ জন এবং নরসিংদী–০৩ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন কিনেছেন।
এছাড়া নরসিংদী–০৪ আসন থেকে ৬ জন এবং নরসিংদী–০৫ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত নরসিংদীর পাঁচটি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
মনোনয়ন সংগ্রহকারীদের তালিকায় রয়েছে বিএনমপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, ইনসানিয়াত বিপ্লব, কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীও মনোনয়ন সংগ্রহ করেছেন।