দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর বিএনপি প্রধান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ আদায় করা হবে। জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করবেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। দেশের জন্য তার প্রয়োজন যখন সবচেয়ে বেশি ছিল, ঠিক তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।