বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান প্রজন্মের দুই অভিনয়শিল্পী অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। ২০১২ সালে ইশকজাদে সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বর্তমানে দিবাকর ব্যানার্জির সন্দীপ অউর পিংকি ফারার সিনেমার শুটিং করছেন তারা।
এদিকে দীর্ঘদিন পর আবারো অর্জুনের সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পরিণীতি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘অর্জুন খুবই সৌভাগ্যবান। সে আমার সঙ্গে আবারো পরপর দুই সিনেমায় কাজ করতে পারছে। আমার সঙ্গে অর্জুনের সম্পর্কটা এমন যে, আমি তাকে লাথি মেরে বলতে পারি, চুপ করে থাকো এবং সংযত হও। একই কাজ সেও আমার সঙ্গে করতে পারে। কারণ আমাদের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে।’
তাদের এই বিশেষ বন্ধন তৈরির পেছনের গল্প জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের দুজনের জীবনের অসহায় মুহূর্তে এই বন্ধন তৈরি হয়েছে। ইশকজাদে সিনেমাটি এমন সময় শুটিং হচ্ছিল যখন তার মা অসুস্থ ছিল এবং আমার লেডিস ভার্সেস রিকি ভেল মুক্তি না পাওয়ায় আমিও নায়িকা হিসেবে স্বীকৃতি পাচ্ছিলাম না।’
তিনি আরো বলেন, ‘যদি কেউ তাকে নিয়ে বাজে কোনো কথা বলে, তাহলে প্রতিবাদ করার জন্য আমি প্রথম সারিতে থাকব। আমি তার জন্য প্রয়োজনে খুনও করব। অর্জুন সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করব না। কারণ তার প্রতি আমার নিঃশর্ত ভালোবাসা রয়েছে।’
brand arimidex 1mg buy generic anastrozole arimidex 1mg tablet