সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
বিসিএল শিরোপা মাশরাফির দক্ষিনাঞ্চলের ঘরে

বিসিএল শিরোপা মাশরাফির দক্ষিনাঞ্চলের ঘরে

নিজস্ব প্রতিবেদকপ্রথম ইনিংসে ঘূর্ণির জাদুতে রেকর্ড গড়ে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে যেন আরো ভয়ংকর হয়ে গেলেন আবদুর রাজ্জাক। এবার তুলে নিলেন ছয় উইকেট।

বৃহস্পতিবার আবদুর রাজ্জাকের দল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও ইনিংস আর ৬৩ রানে ষষ্ঠ রাউন্ডের ম্যাচটা জিতে ঘরে তুলল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের শিরোপা।

কোনোমতে ড্র করলেও শিরোপাটা যেত উত্তরাঞ্চলের হাতেই। খুলনায় নিজেদের প্রথম ইনিংসে রাজ্জাকের স্পিনে ১৮৭ রানেই কুপোকাত হয়েছিল উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ইমরুলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে গুটিয়ে ইনিংসে ব্যবধানে ম্যাচ পরাজয়ের সঙ্গে ট্রফিটাও হারাল উত্তরাঞ্চল।

মাশরাফি বিন মুর্তজার শিরোপা ভাগ্যটাই যেন অন্যগ্রহের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যতগুলো দলের হয়ে মাঠে নেমেছেন, সব দলকেই জিতিয়েছেন শিরোপা। শেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড দলে ভিড়িয়েছিল মাশরাফিকে, শিরোপাটাও গেছে তাদের ঘরেই।

মাঝের কয়েকটি আসরে বিসিএলের শেষ রাউন্ডে নামছেন মাশরাফি, জানা ছিল সবার। তবে যে দক্ষিণাঞ্চলের হয়ে নেমেছেন, তারাই যে জিতবে, সেটা জানত কজন? নিজেদের তৃতীয় বিসিএল শিরোপাটা শেষমেশ মাশরাফিকে দলে নিয়েই জিতল দক্ষিণাঞ্চল।

শেখ আবু নাসের স্টেডিয়ামকে বলা চলে রাজ্জাকের ‘ঘরের উঠোনই’। শহর খুলনার এই মাঠেই যে বেড়ে উঠেছেন রাজ্জাক। তাই উত্তরাঞ্চলকে নিজের ‘উঠোনে’ রাজ্জাক হারিয়ে দিলেন একাই। মাত্র ৪৮ রান দিয়ে তুলে নিয়েছেন ছয় উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা রাজ্জাকের ৩৪তম পাঁচ উইকেট শিকার। সঙ্গে ম্যাচে নিয়েছেন মোট ১১ উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা যে তার হাতেই সবচেয়ে বেশি মানায়।

ছয় ম্যাচে এক জয় আর পাঁচ ড্র পেলেও কোনো ম্যাচেই হারেনি দক্ষিণাঞ্চল। সব মিলিয়ে ৬৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা উত্তরাঞ্চল থেকে তিন পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়নের তকমা তাই দক্ষিণাঞ্চলেরই।

অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে এক ম্যাচ বেশি মানে দুই ম্যাচ জিতলেও এক পরাজয় আর তিন ড্রতে উত্তরাঞ্চল এবারের বিসিএল শেষ করল দ্বিতীয় হয়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com