রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে খড়ের পালা কেনার বায়নার টাকা ফেরত না দেয়ায় ফরিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মারধর ও কান কেটে দিয়েছে ৩ ব্যবসায়ী। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
আজ শনিবার দুপুরে হাসপাতালে ফরিদুলের মা ফরিদা খাতুন বলেন, গত মার্চ মাসে বিনসাড়া গ্রামের খড় ব্যবসায়ী জামাল, ইব্রাহিম ও আউয়াল ২৫ হাজার টাকায় একটি খড়ের গাদা কিনে বায়না বাবদ ১১ হাজার টাকা দেন। খড়ের দাম কমে যাওয়ায় ওই ব্যবসায়ীরা খড় না নিয়ে বায়নার টাকা ফেরত নেয়ার দাবি করে। ফরিদুল এ দাবি অস্বিকার করে তাদের খড়ের পালা নিতে বলেন।
এরই জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে ফরিদুল স্থানীয় বিনসাড়া বাজারে গেলে ওই তিন ব্যবসায়ী তাকে মারধর করে এক পর্যায়ে ডান কান কেটে দেয়। তবে অল্পের জন্য শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি কান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ বলেন, তার কানের অপারেশন করলেও শ্রবণশক্তিতে সমস্যা হতে পারে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও থানায় কোন মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।