শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, দেশের ২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে রয়েছে। সরকার এসব বনভূমি উদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, এ যাবত দেশের প্রায় ২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে রয়েছে। মূলত অনেক আগে থেকেই প্রত্যন্ত অঞ্চলের সরকারি বনাঞ্চলের নিকটবর্তী জনসাধারণ চাষাবাদ, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণের কারণে বনভূমি জবরদখল হয়েছে।

‘পরবর্তীতে শিল্পায়ন, নগরায়ন, পাকা সড়ক নির্মাণ, হাট-বাজার স্থাপনের কারণে বনভূমি বেদখল হয়েছে। তবে বর্তমানে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সরকারের তৎপরতার ফলে নতুন করে বনভূমি জবর দখলের সুযোগ নেই।’

তিনি বলেন, বেদখলকৃত সরকারি ভূমি উদ্ধারের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সহকারী বন সংরক্ষককে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ চলমান রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com