মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
গত ২০/০৬/২০১৮ইং তারিখ রোজ বুধবার একটি বেসরকারী টিভি চ্যানেলে খবরে প্রচারিত মুন্সীগঞ্জের গজাড়িয়া স্বপ্ন নামে এক যুবকের হাত পাঁ ভেঙ্গে রগ কেটে দিয়েছে সন্ত্রাসিরা স্বজনরা এ জন্য দাবি করেছে সন্ত্রাসী শাহ পরান সহ ১৫/২০ জন। এতে আমার নজরে আছে উল্লেখিত সংবাদটি মিথ্যা বানোয়াট আমাকে সামাজিক, মানুষিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি মহলের চক্র। আমি কখনই সন্ত্রাসি কর্মকান্ডের সাথে, সন্ত্রাসি বাহিনির সাথে জরিত নাই। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত নিবেদক
হাজী মো: শাহ পরান