মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের সুদ মুক্ত ঋণ কার্যক্রম দক্ষতা উন্নয়নের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গতকাল রবিবার থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত, সাবেক শিক্ষক অতুল চন্দ্র বালা, ইমাম মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় ঋণ গ্রহীতা, ইউপি সদস্য, শিক্ষকসহ ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয় উপজেলায় ৫হাজার ৫শ ৯৭ জন ঋণ গ্রহীতার মাঝে প্রায় তিন কোটি টাকা বিতরণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা সমাজসেবা অফিসের ঋণ সুবিধা গ্রহণ করে তাদের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।