সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আইসিসি ক্রিকেটের টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বর স্থানটি পুনরুদ্ধার করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আবারও নেমে গেল নয় নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বরে বাংলাদেশের অবস্থান টিকে থাকল মাত্র আড়াই মাস।
গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল বাংলাদেশ। এক সময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ নেমে গিয়েছিল নয় নম্বরে।
বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল তখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট দাঁড়ায় ৭২।
ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে হয়েছে ৬৭। পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাই উঠে গেছে অনেকটাই ওপরে।
ওয়েস্ট ইন্ডিজ এর পরের সিরিজ খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে।
বাংলাদেশের পরের সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ অক্টোবরে জিম্বাবুয়ে। এছাড়া আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সে সময় বাংলাদেশ ভালো খেললে ফের অবস্থা পাল্টাতে পারে।