শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: রাজধানীর হাজারীবাগে র্যাবের অভিযানে ৪৯টি বিরল প্রজাতির তক্ষকসহ চার পাচারকারী সদস্য আটক হয়েছে। চার পাচারকারী সদস্য হলেন, মো. হায়দার, সাগর গাজী, মো. রুবেল, হারুনুর রশিদ।
গতকাল শনিবার রাতে র্যাব-৪ এর একটি দল তাদের আটক করে। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারজনকেই জেল-জরিমানা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান।
এ ব্যাপারে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত তক্ষকগুলি বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে।