শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেপ্তার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৮৭

স্টাফ রিপোর্টার: ঢাকার মগবাজারে বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে চাপা দেয়া বাস এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে(৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।জুনায়েদ হোসেনকে সাতক্ষীরার লস্করপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গত রোববার (৪ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময় মগবাজার ওয়ারলেস গেটে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে নেমে মালিবাগের দিকে যাচ্ছিল। বাসটি সামনে থাকা মোটরসাইকেল ও রিকশায় সজোরে আঘাত করে। এসময় মোটরসাইকেল আরোহী রানা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পথচারীরা তৎক্ষণাৎ রানাকে উদ্ধার করে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন রিকশাচালক ও মোটরসাইকেলের আরেক আরোহী। পথচারীরা তাদেরও নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com