বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
যেভাবে সঙ্গীত জগত বদলেছেন কিংবদন্তী মাইকেল জ্যাকসন

যেভাবে সঙ্গীত জগত বদলেছেন কিংবদন্তী মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক: বিশ্ববাসীর কাছে ‘কিং অব পপ’ বা পপ’এর রাজা হিসেবে পরিচিত মাইকেল জ্যাকসন ছিলেন বিংশ শতাব্দীর সঙ্গীতের জগতের কিংবদন্তীদের মধ্যে অন্যতম।

২০০৯ সালের ২৯শে অগাস্ট ৫০ বছর বয়সে মারা যান তিনি। তার সঙ্গীতপ্রতিভার স্বীকৃতি হিসেবে জীবনে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ভক্তদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন প্রযোজনা, গান রচনা, অভিনয় ও বিশেষ করে তার নাচের জন্য। খবর বিবিসি।

বিভিন্ন বিভাগে মোট ১৩বার পশ্চিমা সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতেছেন মাইকেল জ্যাকসন।

উপস্থাপনায় সৃজনশীলতা, গানের সাথে মানানসই মনমুগ্ধকর নৃত্য, ব্যক্তিগত আদর্শ, জীবনযাপনের ধারাসহ আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তার সময়কার সঙ্গীত জগতে তুমুল আলোড়ন তৈরী করেছিলেন মাইকেল জ্যাকসন।

কেইন ওয়েস্ট, উইকন্ড’র মত এখনকার অনেক জনপ্রিয় কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনকে আদর্শ হিসেবে মনে করেন। বর্ণবৈষম্যের বিভেদ দূর করতে সক্ষম হয়েছিলেন তিনি।

১৯৮২ সালে প্রকাশিত হওয়া মাইকেল জ্যাকসনের ষষ্ঠ একক অ্যালবাম ‘থ্রিলার’ বিপুল জনপ্রিয়তা পায়। সেসময় থেকেই তাকে ‘কিং অব পপ’ বলা শুরু হয়।

দীর্ঘসময় যাবত ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল গানের অ্যালবামের স্থানটি দখল করেছিল ‘থ্রিলার’। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের অনেকেই মনে করেন, সেসময়কার সঙ্গীতজগতে বিদ্যমান বর্ণবৈষম্য দূর করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা মাইকেল জ্যাকসনের।

তাকে বলা হতো সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ তারকা, যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন। মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা সেসময়কার উদীয়মান আফ্রিকান-আমেরিকান সঙ্গীতশিল্পীদের মধ্যে দারুণ অনুপ্রেরণা তৈরী করেছিল।

আশার, কেইন ওয়েস্ট, উইকন্ড’এর মত এখনকার অনেক জনপ্রিয় কৃষ্ণাঙ্গ শিল্পীই বলেছেন তারা মাইকেল জ্যাকসন দ্বারা গভীরভাবে প্রভাবিত।

বিভিন্ন উৎসবের সময় ‘থ্রিলার’ এর মিউজিক ভিডিওর পোশাক ও নাচ এখনও অনুকরণ করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ

১৯৮৩ সালে ‘থ্রিলার’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হওয়ার আগে ১৪ মিনিট ধরে একটি গানের ভিডিও দেখার কথা হয়তো কেউ চিন্তাও করেননি। ঐ ভিডিওর মাধ্যমে মিউজিক ভিডিও সম্পর্কে সেসময়কার মানুষের প্রথাগত ধারণাই বদলে দিয়েছিলেন জ্যাকসন।

‘থ্রিলার’ এর ভিডিওতে মাইকেল জ্যাকসনকে ‘ওয়্যারউলফ’ (পশ্চিমা উপকথার কাল্পনিক দানব) বেশে মৃতদেহদের সাথে নাচতে দেখা যায়।

ভিডিওটির ভিন্নধর্মী গ্রাফিক্স ও স্পেশাল ইফেক্ট মিউজিক ভিডিওর বাজারে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ঐ গানের ভিডিওতে মাইকেল জ্যাকসনের নাচের মূদ্রাগুলো তখন যতটা আলোড়ন তুলেছিল, সেগুলো এখনও ততটাই রোমাঞ্চ তৈরী করে ভক্তদের মনে।

আমেরিকার সঙ্গীত বিষয়ক পত্রিকা ‘রোলিং স্টোনস’এর মতে, ১৯৬৪ সালে কিংবদন্তী বৃটিশ ব্যান্ড বিটলসে’র একটি কনসার্টের পর থেকে এখন পর্যন্ত টেলিভিশনে সঙ্গীত প্রচারের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ‘থ্রিলার’।

জানা যায় ‘থ্রিলার’এর মিউজিক ভিডিও বানাতে ৫ লাখ ডলারের বেশী অর্থ খরচ হয়, যা ঐ সময়ের বিবেচনায় অত্যন্ত ব্যয়বহুল ছিল।

‘থ্রিলার’এর বিস্ময়কর সাফল্যের পর মাইকেল জ্যাকসনকে ‘সঙ্গীতের বাজারের একক উদ্ধারকর্তা’ খেতাব দেয় ‘টাইম’ ম্যাগাজিন।

পরবর্তীতে ‘স্মুথ ক্রিমিনাল’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘বিট ইট’এর মত দূর্দান্ত ব্যবসাসফল ভিডিও প্রকাশ করেন জ্যাকসন। মাইকেল জ্যাকসনের নাচের সবচেয়ে অভিনব অংশটি ছিল একটি বিশেষ মূদ্রা, যাকে ‘মুনওয়াক’ বলা হতো।

এই ‘মুনওয়াক’ এর সময় জ্যাকসন বিশেষ ভঙ্গিমায় স্টেজের ওপরে এমনভাবে হেঁটে বেড়াতেন, যে দেখে মনে হতো তাঁর গোড়ালি স্টেজ স্পর্শ করছে না। ‘স্মুথ ক্রিমিনাল’ গানে জ্যাকসনের নাচের মূদ্রা ব্যবহারের অভিনবত্ব নিয়ে সম্প্রতি গবেষণা চালিয়েছে বিজ্ঞানীরা

নাচের মূদ্রাগুলোকে এতটাই সাবলীলভাবে উপস্থাপন করতেন জ্যাকসন, যে কখনো কখনো মনে হতো নাচের মধ্যেও স্পেশাল ইফেক্ট ব্যবহার করেছেন তিনি।

অধিকাংশ গানের ভিডিও তৈরীর জন্য জ্যাকসনকে কতটা কঠোর প্রস্তুতি নিতে হতো, তা ‘স্মুথ ক্রিমিনাল’ সহ আরো অনেক ভিডিওতে তার পারফরমেন্স দেখে বোঝা যায়।

‘লাইভ’ কনসার্টের যাদু

টিভি পর্দায় মাইকেল জ্যাকসনের নাচ-গানই ভক্তকূলের হৃদয় জয় করে নিয়েছিল। কিন্তু ‘লাইভ’ কনসার্টে তার পারফরমেন্সে বিমোহিত হতে বাধ্য হয়েছে জ্যাকসন বিদ্বেষীরাও।

অফুরন্ত জীবনীশক্তি আর প্রাণবন্ততা দিয়ে স্টেজ মাতানোয় খ্যাত ছিলেন তিনি। মাইকেল জ্যাকসনের পারফরমেন্সের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ‘লাইভ’ কনসার্টগুলো

দীর্ঘসময় ধরে বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করা বা ‘মেগা ট্যুর’ এর ধারণাকে জনপ্রিয়তা দেন জ্যাকসন। তার ১৯৯২ সালের ‘দ্য ডেঞ্জারাস ওয়ার্ল্ড ট্যুর’ চলে টানা পাঁচ মাস। সেসময়ের মধ্যে ৬৯টি কনসার্টে অংশ নেন তিনি।

২০০৯ সালে ‘দিস ইজ ইট’ নামের আরেকটি ‘মেগা ট্যুর’ আয়োজনের পরিকল্পনা করছিলেন মাইকেল জ্যাকসন, যেখানে মোট অনুষ্ঠান হতো ৫০টি। তার শেষ লাইভ পারফরমেন্স হিসেবে ঘোষণা করা হতো ঐ অনুষ্ঠানগুলোকে। মাইকেল জ্যাকসনের রাজসিক প্রত্যাবর্তনের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি

খ্যাতির বিড়ম্বনা

মাইকেল জ্যাকসন তার কর্মজীবনে অচিন্তনীয় সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সমালোচিত ছিল নানা বিতর্কে।

সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় তার ব্যক্তিগত জীবনের পছন্দ-অপছন্দের বিষয়কে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তোলা হয়।

এসব ঘটনাকে কেন্দ্র করে ২০০০’এর পর কয়েকবছরের জন্য নিজেকে অনেকটাই গুটিয়ে নেন জ্যাকসন। অবিশ্বাস্য সহজাত প্রতিভা ও উদ্ভট ব্যবহারের এক মিশ্রণ হিসেবে ভক্ত-সমালোচকদের মনে জায়গা করে নিয়েছেন মাইকেল জ্যাকসন।

আর এই বিরল মিশ্রণের কারণেই মাইকেল জ্যাকসনকে ঘিরে তৈরী হয়েছে গণমাধ্যম’ সাধারণ মানুষ ও সমালোচকদের ব্যাপক আগ্রহ, যা তাকে সমসাময়িক অন্যান্য তারকাদের তুলনায় আলাদা একটি ভাবমূর্তি দিয়েছে।

জীবনের শেষদিকে তার চামড়া ফিকে হয়ে যেতে শুরু করে। সঙ্কুচিত হয়ে যেতে থাকে তার নাকও। এমনটা শোনা যায় যে তিনি জোসেফ মেরিকের হাড়ও কেনার চেষ্টা করেছিলেন।

ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডে জন্ম নেয়া জোসেফ মেরিক তার জীবদ্দশায় বিভিন্ন ধরণের শারীরিক বৈকল্য ও অঙ্গবিকৃতিতে ভোগেন।

২০০২ সালে জার্মানির একটি হোটেলের বারান্দার বিপজ্জনকভাবে দূরত্বে নিজের সন্তানকে নিয়ে আসার ঘটনায় কঠোর সমালোচনার মুখে পরেন

নানা ধরণের শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয়া জোসেফ মেরিক ঐসময়কার চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে জায়গা করে নেন। জোসেফ মেরিকের রহস্যময় জীবনের ব্যাপারে সবসময়ই আগ্রহী ছিলেন মাইকেল জ্যাকসন।

এ ঘটনার কিছুদিন পরেই একাধিক শিশু নির্যাতনের অভিযোগ ওঠে জ্যাকসনের বিরুদ্ধে। তবে বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেয়া হয়নি কখনোই।

মাইকেল জ্যাকসনের জীবনের শেষ কয়েকটা বছর কাটে জাঁকজমকপূর্ণ কনসার্টের মাধ্যমে সঙ্গীত জগতে রাজসিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করে। যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি তার অসময় মৃত্যু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com