মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স এর সবকটি বিভাগের সাপ্লিমেন্টারী ও ফল উন্নয়ন পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস হতে পরীক্ষার ফরম ১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র না থাকলে কোন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি পাওয়ায় সাপ্লিমেন্টারি ও মানোন্নয়ন পরীক্ষা বিশ্ববিদ্যালটিতে ছয় মাস অন্তর অনুষ্ঠিত হলেও গতবছর থেকে বছরে একবারই অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।