বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে গ্রীন লাইন, গ্লাস ভেঙে আহত ৫ যাত্রী

উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে গ্রীন লাইন, গ্লাস ভেঙে আহত ৫ যাত্রী

ভিশন বাংলা: রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসার পথে উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে পড়েছে এমভি গ্রীন লাইন ওয়াটার ওয়েজ ৩। এতে জাহাজটির সামনের গ্লাস ভেঙে অন্তত ৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত যাত্রীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই তিক্ত অভিজ্ঞাতার সাক্ষী একাধিক যাত্রী জানিয়েছেন- সদরঘাট থেকে বরিশাল আসার পথে পদ্মা নদীর মোহনায় বিশাল ঢেউয়ের কবলে পড়ে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ ৩। একপর্যায়ে বিশাল আকৃতির একটি ঢেউয়ের তোড়ে জাহাজটির সামনের গ্লাস ভেঙে যায়। ওই সময় ঢেউয়ের তোড়ে আসা পানিতে ভাঙা গ্লাস ছড়িয়ে জাহাজের ৫ যাত্রী আহত হন। এসময় সেই ঢেউয়ের পানির তোড় জাহাজের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তখন যাত্রীরা ভয়ে এদিকওদিক ছোটাছুটি করলে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম দেখা দিয়েছিল। যদিও ওই অবস্থাতেই জাহাজটি চালিয়ে বরিশালে নিয়ে আসা হয়। পরবর্তীতে আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল ইসলামী বাংক হাসপাতালে ভর্তি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গ্রীন লাইন ওয়াটার ওয়েজের বরিশাল অফিস ম্যানেজার লিপ্টন গণমাধ্যমকে জানিয়েছেন- পদ্মার ঢেউয়ের কারণে জাহাজের সামনের একটি গ্লাস ভেঙে যায়। এতে দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের জাহাজ কর্তৃপক্ষের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) বরিশাল অফিস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- জাহাজটির বিকেলের যাত্রা বালিত করা হয়েছে। পরবর্তীতে যাত্রী নামিয়ে দিয়ে জাহাজটি মেরামতের জন্য রাজধানীর সদরঘাটের উদ্দেশে রওনা দিয়ে গেছে।’’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com