শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালে ফিল্মি স্টাইলে ছিনতাই

বরিশালে ফিল্মি স্টাইলে ছিনতাই

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে ভোররাতে ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে নগরীর বিএম কলেজের মসজিদ গেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে বাসন্তী সরকার (২৭) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ছিনতাইয়ের ঘটনায় বিকালে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাসন্তী সরকারের স্বামী অমল সরকার।

অমল জানান, ভোরে তার অসুস্থ স্ত্রী বাসন্তী সরকারকে নিয়ে তিনি বরিশাল লঞ্চঘাট থেকে নথুল্লাবাদের উদ্দেশে রিকশায় করে যাচ্ছিলেন। বিএম কলেজ মসজিদ গেটের পশ্চিম পাশে পৌঁছানো মাত্রই সাদা প্রাইভেটকার যোগে আসা ৩/৪ জন লোক তাদের পথ রোধ করে। এসময় তার স্ত্রী বাসন্তী সরকারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে একটি ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, চার আনা ওজনের স্বর্ণের আংটি এবং নগদ দুই হাজার টাকা নিয়ে যায়। পরে বাসন্তী সরকারকে রাস্তায় ফেলে ওই প্রাইভেটকারটি নথুল্লাবাদের দিকে চলে যায়।

অমূল্য সরকার আরও জানান, স্ত্রীকে আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গিয়ে আরও দুইটি ছিনতাইয়ের ঘটনা শোনা গেছে। এর মধ্যে একটি বান্দ রোডে এবং অপরটি কাউনিয়া এলাকায় হয়েছে। ওই ছিনতাই কর্মকাণ্ডের সাথেও সাদা প্রাইভেটকার ছিল বলে হাসপাতালে ভর্তিকৃতরা জানিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশাররফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com