মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
ভিশন বাংলা ডেক্স: আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আত্মতুষ্টিতে থাকা যাবে না, আত্মতুষ্টি মানেই পতন। প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই গণভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আত্মতুষ্টির জন্য ১৯৯১ সাল এবং ২০০১ সালের মত আওয়ামী লীগকে যাতে খেসারত দিতে না হয় সে ব্যাপারে নেতা-কর্মীদেরকে সজাগ থাকতে হবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ প্রধান বলেন, “দলের সাফল্য সব জায়গায় তুলে ধরতে হবে। ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে।”
শেখ হাসিনা বলেন, “শত বাধা-ষড়যন্ত্র মোকাবেলা করেই ক্ষমতায় আসতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই আজ আত্মমর্যায় প্রতিষ্ঠিত দেশ।
তিনি আরো বলেন, “জনসমর্থন থাকায় ও একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করতে পারায় টানা দুই মেয়াদে দেশের মর্যাদাপূর্ণ সব অর্জন সম্ভব হয়েছে।”
এ ছাড়াও দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছিল বলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি এই অগ্রযাত্রা ধরে রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।