রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। সভায় সভাপতির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করব। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।