শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: এক জরিপে দেখা গেছে, ইংল্যান্ডে রাতের বেলায় ১৮ শতাংশ গাড়িচালক ভূতের মুখোমুখি হন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বার্ষিক উৎসবের রাত হ্যালোউয়িনে প্রায় ২৫ শতাংশ মানুষ ভূতের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। ওই দিন ভয় পাওয়া এই মানুষের সংখ্যা আগের সপ্তায় ভয় পাওয়াদের চেয়ে ১০ শতাংশ বেশি বলে জানা গেছে।
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন ফ্লাগ’র প্রধান বলেন, রাতের অন্ধকারে ভ্রমণের সময় সড়কগুলো বিপদজনক ও ভয়ংকর হয়ে ওঠে। মনে হয় সবকিছু উল্টো দিকে চলছে। হ্যালোউইন চলমান থাকা পর্যন্ত আমাদের জরিপ পরিচালনা করা হয়।
গ্রিন ফ্লাগ প্রধান আরো বলেন, ‘আমাদের এই জরিপ কাজ অব্যাহত থাকবে। আমরা চাই পার্টি উপভোগকারীরা পরিবার এবং বন্ধুদের সঙ্গে তাদের আনন্দময় সময় উপভোগ করুক।’
সূত্র : এমিরেটস