সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

ভিশন বাংলা ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন সংস্থার করা পাঁচটি জরিপ রিপোর্ট এবং আরো কিছু বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে সংসদীয় বোর্ডের সভা শেষে তিনি বলেন, ‘‘যে সব রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো পর্যালোচনা করেছি। আশা করছি আগামী দু’এক দিনের মধ্যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করতে পারবো।’’

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে কাদের আরো বলেন, আমরা আজকের সভায় একাদশ জাতীয় নির্বাচনের নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা করেছি। পাঁচটি রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো আমরা পর্যালোচনা করেছি।’’

শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘শরিকদের উইনেবল প্রার্থী থাকা না থাকার ওপর এ সংখ্যার কম বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।

‘‘শুধু দাবি করলেই তো হবে না। ওই নির্দিষ্ট আসনে শরিকদের উইনেবল প্রার্থী আছে কিনা সেটাও দেখতে হবে। তাদের যদি এমন প্রার্থী বেশি থাকে তাহলে শরিকদের জন্য আমরা আরও বেশি আসন ছাড় দিতে পারি। আওয়ামী লীগ থেকে অনেকে মনোনয়ন চেয়েছেন, আমরা তো চাইলেই মনোনয়ন দিয়ে দিতে পারি না। আমরা নির্বাচনে যাবো জয়ের জন্য।’’

দ্রুতই আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে। আজকেও ৩৯ টি দলের একটি জোট এসেছে, মহাজোটে থাকতে। যার মধ্যে দুটি নিবন্ধিত দলও আছে।

এর আগে সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন: নির্বাচন বানচালের চেষ্টা করে বিএনপি সফল হবে না। নির্বাচন যখন উৎসব মুখর হয়, বিএনপির তখন বিএনপির খারাপ লাগে।

‘‘বিএনপির প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে তারা যেন ষড়যন্ত্র না করে। ষড়যন্ত্র করেও পার পাবে না, কারণ জনগণ আমাদের সাথে আছে।’’

কাদেরের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com