মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
ইব্রাহিম আলী সুজনঃ নীলফামারীতে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নস্থ উত্তরা ইপিজেডের পেছনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সনিহতের নাম কনক চন্দ্র (৪৭)। তিনি সদর উপজেলার সোনারায় ইউনিয়নের উত্তর মুশরত পালপাড়ার গ্রামের যোগেশ চন্দ্র পালের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ভিষন বাংলা সাংবাদিকে জানান, নিহত কনক চন্দ্র বুধবার (২১ নভেম্বর) সকালে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ইপিজেডের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ইপিজেডের পেছনের রেলক্রসিংয়ে পৌছালে সেটি অতিক্রম করার সময় তার মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। এমন সময় ওই রেললাইন অতিক্রম করছিল খুলনা থেকে আসা চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। ট্রেন আসছে দেখেও পার হতে গিয়ে মোটরসাইকেল বন্ধ হওয়ায় কনকের মাথায় ট্রেনের আঘাত লাগে। এতে সে ছিটকে পড়ে যায় এবং সাথে থাকা স্ত্রী আহত হয়। ওসি এমদাদুল আরও বলেন, নিহত কনক চন্দ্র পেশায় ভ্যানচালক ছিলেন। ইপিজিডে চাকরির সুবাদে যাতায়াতের জন্য তাকে মোটরসাইকেল কিনে দেন তার স্ত্রী। কনক দক্ষ চালক ছিলেন না। দুর্ঘটনা সংঘটিত হওয়া লেভেল ক্রসিংটির দু’পাশের মাটি স্থানীয়রা সরানোর কারণে সেটা অতিক্রম করতে গিয়ে কনকের মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। ফলে, ট্রেনের ধাক্কা থেকে বাঁচার কোন সময় তিনি পাননি। তিনি বলেন, মোটরসাইকেলটি নিবন্ধন ও কনকের কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না। অদক্ষ অবস্থায় এভাবে সড়কে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চালানো উচিত নয় বলে জানান তিনি। এমদাদুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।