শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪০৩

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ঘোষণা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।

তবে দলটি কি কারনে নাম ঘোষণা থেকে পিছিয়ে এসেছে এ বিষয়ে বিস্তারিত জানায়নি।এর আগে শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com