সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:২২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ নারী উন্নয়নে বিষেশ আবদান রাখার জন্য শেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন আগৈলঝাড়ার পিয়ারা ফারুক বক্তিয়ার। গত রবিবার বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত মম্মেলনে জয়িতা অন্বেষন বাংলাদে এর পক্ষ থেকে নারী উন্নয়নে বিষেশ আবদান রাখার জন্য শেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন বরিশাল জেলা পরিষদের সংবক্ষিত মহিলা সদস্য আগৈলঝাড়ার কৃতিসন্তান পিয়ারা ফারুক বক্তিয়ার। শেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত পিয়ারা ফারুক বক্তিয়ারের হাতে ক্রেস তুলেদেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন , জেলা প্রশাষক এস এম অজিয়র রহমান, জেলা মহিলা বিষায়ক কর্মকর্তা রাশিদা বেগম প্রমূখ।