শনিবার, ২৭ Jul ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শেখ এশিয়া লিমিটেডের জায়গা-জমির কিছু অংশ জোর পূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেনজীর দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে: কাদের কথা, কবিতা,সংগীত ও নৃত্যে রবীন্দ্র -নজরুল জয়ন্তী ১৪৩১ উদযাপন ডেঙ্গু : মে মাসে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৪ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হতে পারে আওয়ামী লীগের ত্যাগী নেতা ফখরুল ইসলাম প্রিন্স নওগাঁর মান্দায় নিয়ম-বহির্ভূত রেজুলেশন ছাড়াই উপজেলার একটি প্রাথমিক স্কুলের টিন বিক্রির অভিযোগ আর্তনাদ করা সেই পরিবারের পাসে IGNITE THE NATION ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত শরণখোলা ও সুন্দরবন নওগাঁর শৈলগাছী ইউনিয়ন পরিষদের ২০২০০৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
ঠাকুরগাঁওয়ের চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার, ল্যাট্রিন চেয়ার, সাদাছড়ি ও ইয়ারফোন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের সভাপতি ও পলাশ বাংলা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মো: হবিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: সফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন, জেলা পরিষদ সদস্য মইনুল হক, চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো: জিল্লুর রহমান, সাবেক চেয়ারম্যান এনামুল হক, খোচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, চাড়োল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঝহারুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক আব্দুর রব। সভা শেষে বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার, চেয়ার ল্যাট্রিন, সাদাছড়ি ও ইয়ারফোন গুলো তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৪ সালে গুটি কয়েক শিক্ষর্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী সংখ্যা দাড়িয়েছে ১৪৫ জনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com