মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
বাসুদেব রায়, ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ঝুনাগাছ চাপানী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১ শত ৪০ জন অতি দরিদ্র মহিরাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী, ব্রাকের উর্দ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক (টি,ইউ,পি কর্মসূচী) মোঃ আজিজুল ইসলাম, ব্রাক প্রতিনিধি নীলফামারী রইস উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক টি,ইউ,পি কর্মসূচী এস এস সি(সি এম) টি ইউ পি মোঃ শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক টি,ইউ,পি কর্মসূচী মোঃ আব্দুল কাইয়ূম, টি ইউ পি শেখ জামান হোসাইন, পি,ও সৈয়দা মাহুফুজা, পারুল রানী প্রমুখ। এ ছারাও ঝুনাগাছ চাপানী ইউনিয়ন গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।