বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

নারী-পুরুষ সমতায় চার ক্ষেত্রে বিশ্বে সেরা বাংলাদেশ

নারী-পুরুষ সমতায় চার ক্ষেত্রে বিশ্বে সেরা বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন লিঙ্গসমতা বা নারী-পুরুষের সমতার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টানা চতুর্থবারের মতো সবার ওপরে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চারটি ক্ষেত্রে বিশ্বের সব দেশের ওপরে স্থান করে নিয়েছে লাল-সবুজের পতাকার এই দেশ। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক অবস্থান এক ধাপ পিছিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ‘বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৪৯টি দেশের নারী-পুরুষের সমতার চিত্র নিয়ে তৈরি করা ডাব্লিউইএফের এ প্রতিবেদন গত সোমবার প্রকাশ হয়েছে। প্রতিবেদনটিতে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে মোট চারটি মূল সূচকের ওপরে। এগুলো হলো—নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন। এর ভেতরে আবার ১৪টি উপসূচক আছে।

প্রতিবেদন অনুযায়ী, যে চারটি ক্ষেত্রে বিশ্বের সব দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে সেগুলোর মধ্যে তিনটি হলো—ছেলে ও মেয়েশিশুদের বিদ্যালয়ে ভর্তি, মাধ্যমিকে ছেলে ও মেয়েদের সমতা এবং সরকারপ্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন। চতুর্থ ক্ষেত্রটিতে অবশ্য মানুষের হাত নেই। সেটি হলো জন্মের সময় ছেলে ও মেয়েশিশুর সংখ্যাগত সমতা।

সার্বিক বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এবার ৪৮তম। প্রতিবেদন অনুযায়ী, গত এক যুগে নারী-পুরুষ সমতার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের। ২০০৬ সালেও বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম। নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, অবস্থান ১০০তম। নেপাল ১০৫, ভারত ১০৮, মালদ্বীপ ১১৩, ভুটান ১২২ ও পাকিস্তান ১৪৮তম অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে শীর্ষ দশে রয়েছে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিকারাগুয়া, রুয়ান্ডা, নিউজিল্যান্ড, ফিলিপাইন, আয়ারল্যান্ড ও নামিবিয়া। তালিকায় ইয়েমেন রয়েছে সবার নিচে।

এক যুগের হিসাবে বেশ এগোলেও বাংলাদেশের সামগ্রিক অবস্থান অবশ্য গতবারের তুলনায় এক ধাপ অবনতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ ৪৭তম হয়েছিল। চারটি মূল সূচকের মধ্যে এ বছর দুই দিক দিয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। আগের বছর নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম, এবার তা ১৩৩। শিক্ষায় অংশগ্রহণের দিক দিয়ে পাঁচ ধাপ পিছিয়ে এবার অবস্থান হয়েছে ১১৬তম। অন্যদিকে স্বাস্থ্য ও আয়ুর ক্ষেত্রে ৮ ধাপ এগিয়ে ১১৭ ও রাজনৈতিক ক্ষমতায়নে দুই ধাপ এগিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে। এই সূচকে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। অর্থাৎ পৃথিবীতে যেসব দেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সবচেয়ে বেশি হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই সূচকে বাংলাদেশ প্রায় অর্ধেক বৈষম্য কমিয়ে এনেছে। যদিও পৃথিবীতে নারী-পুরুষ বৈষম্য সবচেয়ে বেশি দেখা গেছে এই সূচকে। তালিকায় বাংলাদেশের ওপরে আছে শুধু চারটি দেশ; এক নম্বরে আছে আইসল্যান্ড, দুইয়ে নিকারাগুয়া, তিনে নরওয়ে ও চারে রুয়ান্ডা।

রাজনৈতিক ক্ষমতায়নের তিনটি উপসূচক আছে। সংসদে নারীর প্রতিনিধিত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৮০তম এবং নারী মন্ত্রীর সংখ্যার দিক থেকে ১২৬তম। বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাই নারী সরকারপ্রধানের দিক দিয়ে বিশ্বসেরা হয়েছে বাংলাদেশ।

শিক্ষায় অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১১৬তম। এ ক্ষেত্রেও কিছু উপসূচক আছে। এর মধ্যে সাক্ষরতার হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৯তম। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সমতার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে ১ নম্বর অবস্থান পেলেও উচ্চশিক্ষায় নারী-পুরুষের সমতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২১তম। এরপর স্বাস্থ্য ও আয়ুর সূচকে বাংলাদেশের অবস্থান ১১৭। এর উপসূচক আছে দুটি। ছেলে ও মেয়েশিশু জন্মের সমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১ নম্বরে। আর আমৃত্যু সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৫তম। অর্থাৎ জীবনের শুরুতে নারীরা ভালো করলেও পরবর্তী জীবনে তা ধরে রাখা যাচ্ছে না।

আবার অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের দিক থেকে বাংলাদেশে নারী-পুরুষের বৈষম্য ক্রমেই বাড়ছে। তাই দেখা যায়, এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। এ ক্ষেত্রেও কিছু উপসূচক আছে। এর মধ্যে শ্রমবাজারে অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ১৩৫তম, একই ধরনের কাজে মজুরি সমতার নিরিখে ১০৫, উপার্জনের নিরিখে ১১৪, ব্যবস্থাপনা পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে ১৩৫তম। আর পেশাদার ও দক্ষ কর্মীর দিক দিয়ে ১৩০তম।

ভারত ২০০৬ সালের তুলনায় এখন আরো পিছিয়েছে। নারী-পুরুষ সমতার দিক দিয়ে ২০০৬ সালে দেশটির অবস্থান ছিল ৯৮তম। এখন ১০ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে ভারত। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ১৯তম, শিক্ষায় ১১৪, অর্থনৈতিক অংশগ্রহণে ১৪২ ও স্বাস্থ্যে ১৪৭তম অবস্থানে রয়েছে ভারত। এক যুগে পাকিস্তান পিছিয়েছে ৩৬ ধাপ। সার্বিকভাবে ১৪৮তম হলেও নারীর ক্ষমতায়নে দেশটি ৯৭, শিক্ষায় ১৩৯, স্বাস্থ্যে ১৪৫ ও অর্থনৈতিক অংশগ্রহণে ১৪৬তম অবস্থানে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com