শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ কুষ্টিয়ায় দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল গ্রেফতার। কাফরুলে শ্রমিক আন্দোলনে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

স্টাফ রিপোর্টার: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রাজধানীর বিজয় নগরের জামান টাওয়ারে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।
সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তারকরাসহ-দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল।
এর আগে বুধবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন ড. কামাল। কূটনৈতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ড. কামাল সাংবাদিকদের বলেন, আমরা আমাদের ইশতেহার কূটনীতিকদের কাছে তুলে ধরেছি। আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। এ ব্যাপারে তাদেরও অবজারভেশন আছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘রাস্তায় এত পুলিশ, আমি কখনও দেখিনি। যাকে-তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা বলছেন, ২ জানুয়ারির পর তাদের ছেড়ে দেওয়া হবে। এ থেকে প্রমাণিত হয় নির্বাচনে যাতে বিরোধী দল নামতে না পারে সে জন্য পুলিশ এই তৎপরতা চালাচ্ছে যাতে ভোট ছিনিয়ে নেওয়া যায়, বিরোধী দলের নেতাকর্মীরা যাতে ভোটের মাঠে না থাকেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com