বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে জঙ্গিবাদে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে খালেদ হোসেন ও নাসিরউদ্দিনকে গুলশান থেকে এবং মোতালেব হোসেনকে বছিলা থেকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসিরউদ্দিনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে