শাবিব হোসেন (হৃদয়) : এবার ফলন ভালো হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মহাদেপু উপজেলার এনায়েত পুর ইউনিয়নের কালুশহ গ্রামর কৃষকেরা বলেন- এবার ফসলের খেতে রোগবালাই কম হওয়ায় আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষিবিদেরা বলছেন, এবার উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে উপজেলার ৬ নং এনায়েত পুর ইউনিয়নে শুরু হয়েছে ধান মাড়াই। উপজেলার কৃষকের ঘরে ঘরে চলছে নতুন ধান তোলার উৎসব। ৬নং এনায়েত পুর ইউনিয়নে এবার আমনের ভালো ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। আশা করি চাষিরা লাভবান হতে পারবেন।’ এনায়েতপুর ইউনিয়নের কৃষকদের প্রত্যাশা তারা সামনে আরো ভাল ফসল ফলাবে বলে আশা রাখছে এ অঞ্চলের কৃষকেরা।