মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে চার হাজার দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রোববার সকালে ( ২৩ ডিসেম্বর) মুসলিম শিশু পল্লীর আয়োজনে ও ন্যাশনাল ব্যাংকের সহায়তায় উপজেলার নলডাঙ্গা জে,সি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরন করা হয়।
এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুসলিম শিশু পল্লীর প্রতিষ্টাতা ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাজেদার রহমান দুলু, বিশেষ অতিথি ছিলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামসুজ্জোহা রাঙ্গা প্রামানিক, সাধারন সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব,যুগ্ন সাধারন সম্পাদক এস টি এম রুহুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু।
এছাড়া আওয়ামীলীগ নেতা তমিজ মিয়া, আবুল বাশার, ওয়াদুদ ইসলাম দুদু, মাহবুব আলম শান্ত,মো: চাঁন মিয়া, রেজওয়ান আহম্মেদ, ও যুবলীগ নেতা শাহরিয়ার খান রাসেল,মোঃ শাহিন চোকদার প্রমুখ বক্তব্য রাখেন।