শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চিরচেনা রূপ বদলে গেছে ঢাকার। রাত পোহালেই ভোটযুদ্ধ শুরু। ভোট দিতে ইতোমধ্যেই ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছেন লাখ লাখ মানুষ। সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি পেয়েছেন। শুক্র ও শনিবার সরকারি, রোববার জাতীয় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি। কেউ কেউ আগে-পরে আরও দুই-একদিন ছুটি মঞ্জুর করে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি গেছেন। ফলে রাজধানী হয়ে পড়েছে ফাঁকা ও জানজটমুক্ত। রূপই বদলে গেছে ঢাকার। মানুষের পদচারণায় মুখরিত নগরীতে কমেছে যানজট। শহরেরর সড়কগুলোতে কমে গেছে যান চলাচল। কমেছে গণপরিবহণ, বাস, রিকশা, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস। যানবাহনের সঙ্গে কমেছে হকারের সংখ্যা। ফলে যারা আছেন তারা নির্বিেঘ্ন পারাপার হতে পারছেন। তবে যাতায়াত সমস্যায় ভুগছেন ঘরমখী মানুষ। অনেকে এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার যান পাচ্ছেন না। এতে দৈনন্দিন কর্মকা- ব্যাহত হচ্ছে। উপরন্তু, গতকাল সকালে প্রচারণা বন্ধ হয়ে গেছে। ফলে নেই কোনো প্রার্থীর কর্মী-সমর্থকদের মাইকিং, মিছিল, স্লোগান, গান-বাজনা, ঢাকঢোল-বাদ্য ও সাউন্ড সিস্টেমে হাই ভলিউমে প্রচারণা। সব মিলিয়ে ঢাকা হয়ে পড়েছে কোলাহলমুক্ত। গত দুই সপ্তাহ ধরে রাজপথ থেকে পাড়া-মহল্লার অলিগলি সর্বত্রই ছিল জমজমাট প্রচারণা। গতকাল রাজধানীর বেশকিছু স্টেশনে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় দেখা গেছে। সড়কপথে ও রেলপথে ছেড়ে যাওয়া যানবাহনগুলোতেও ভিড় বেশি ছিলো। কল্যাণপুর থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করা রুবেল হোসেন বলেন, এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন তিনি। দশম সংসদ নির্বাচনে অস্থিরতার কারণে ভোট দিতে পারিনি। এবার এখন পর্যন্ত পরিস্থিতি যাই হোক অন্তত ভোটকেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি আছে। তাই তিনি বাড়ি যাচ্ছেন। সুযোগ পেলে এবার ভোট দেবেন। তা না হলে বাবা-মার সঙ্গে ছুটি কাটাবেন তিনি। রাজধানীর ধানম-ি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, পান্থপথ, মোহাম্মাদপুর, সংসদ ভবন এলাকার বিভিন্ন সড়কে অন্যান্য দিনের তুলনায় রাস্তা ফাঁকা। যান চলাচল তুলনামূলকভাবে কম। মানুষের ভিড়ও নেই। ফলে কোথাও কোনো শব্দদূষণ নেই। গতকাল জুমার নামাজে বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড়ও অপেক্ষাকৃত কম দেখা গেছে। অপরদিকে রাজধানীর রোডে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, কয়েকদিন ধরে লক্ষ্য করছি- রাস্তায় লোকজন কম, যানবাহনও চলছে অনেক অল্প। সারাদেশে ভোটের উৎসব শুরু হওয়ায় রাজধানী ছেড়েছে অনেকেই বলে জানান ট্রাফিক সদস্যরা।