শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

বছরের প্রথম দিনে নতুন বই পেলো ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে নতুন বই পেলো ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “নতুন বছর, নতুন দিন; নতুন বইয়ে হোক রঙিন” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বছরের প্রথম দিনে প্রায় সাড়ে চারশো শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বই বিতরণ উৎসব-২০১৯ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, সহকারি পরিদর্শক হুমায়ুন কবির প্রমুখ।

বই উৎসবের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজ সারা দেশে একযোগে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল। কোন দেশে এতো বই বিনামুল্যে দেওয়া হয় না। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রেওয়াজ তিনিই চালু করেছেন এদেশে।

নতুন বই বিতরণ উৎসবে বছরের প্রথম দিনে ঝকঝকে নতুন বই পেয়ে উচ্ছসিত দেখা গেছে শিক্ষার্থীদের।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তুলেছিলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com