বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত: জানমালের নিরাপত্তা বিঘ্ন গভীর রাতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক বীমা কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে এসবিসি কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি হাসিনার বাংলাদেশে ঢোকার খবর, বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

সাভার ৭০ কেজি গাঁজাসহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে র‌্যাব-২

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৪২৩

ভিশন বাংলা ডেস্কঃ গত ০৩/০১/২০১৯খ্রিঃ তারিখ আনুমানিক ১২.৫০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা হতে ০১ টি সাদা রংয়ের প্রাইভেটকার, যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-০১৩৭ যোগে বিপুল পরিমান গাঁজা (মাদক) নিয়ে আব্দুলাহপুর হয়ে ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর নামক স্থানে আসছে। উক্ত সংবাদ এর সত্যতা যাচায়ে র‌্যাব-২ এর আভিযানিক দল অনুমান ১৩.১০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর বাস মেরামত ও পার্কিং এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। হঠাৎ ১৪২০ ঘটিকার সময় উক্ত গাড়িটি চেকপোষ্টের সামনে আসলে গাড়িটি থামার জন্য  সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে গাড়ি থেকে নেমে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল হতে দ্রুত পালানোর চেষ্টা কালে (১) মোঃ মামুন (৩০), ২। মোঃ শাহ আলম (২৫), ৩। মোঃ আলমগীর হোসেন (২৯), এবং ৪। মোঃ রিয়াদ (৩৭) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজা চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিঞ্জাসাবাদে তাদের ব্যবহৃত প্রাইভেটকার এর ভিতরে রক্ষিত ৬ টি খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মড়ানো প্যাকেটসহ সর্বমোট ৭০ (সত্তর) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) এর কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে প্রাইভেটকার এর ভিতরে লুকিয়ে রাখা ৬ টি খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মড়ানো প্যাকেটসহ সর্বমোট ৭০ (সত্তর) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে  আরও জানান যে, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হইতে গাঁজা (মাদক) ক্রয় করে রাজধানীর সাভার থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের ব্যবহৃত প্রাইভেটকার এবং মোবাইল সেটগুলি মাদকদ্রব্য ব্যবসার কাজে ব্যবহার করে বলিয়া জানায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২-এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

– বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com