বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলে অনলাইন রিচার্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি সৌদিতে ৭০ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো চালু হলো ‘বার’ এক সন্তানের জননী সুমাইয়া বেগমের ওপর নির্যাতন: নীলফামারী সদর থানায় অভিযোগ, তদন্ত অব্যাহত উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৩৮০

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিণারায়ণপুর দালাল পাড়ায় জমিসংক্রান্ত জেরে আপন দুই সহোদরকে কুপিয়ে জখম করেছে তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। অভিযোগে জানাযায়, দালাল পাড়ার কৃষ্ট বর্মনের পৈত্রিক সূত্রে পাওয়া চার বিঘা জমি প্রায় ২৫ বছর ধরে জোরপূর্বক ভোগ দখল করে আসছে একই এলাকার তারই চাচাতো ভাই হরেশ। দীর্ঘদিন দেন-দরবার ও সালিশ-বৈঠকেও তারা কোন মতেই কৃষ্ট’র পাওনা জমি বুঝিয়ে দিতে নারাজ।এদিকে অসহায় পরিবারটি এলাকার মাথাদের কাছে দিনের পর দিন গিয়েও বিচার পায়নি। শুক্রবার (৪ জানুয়ারী) সকাল এগারোটার দিকে হরেশ,মলিন ও ফলিন জমিতে জোরপূর্বক হালচাষ করে।খবর পেয়ে কৃষ্ট’র দুই ছেলে রতন বর্মন ও ও বাটলু বর্মন হালচাষ করতে মানা করে। কিন্তু তারা তাদের কথা না শুনে হরেশ, মলিন, ফলিনের নেতৃত্বে চানমহন, দুলাল ও বিনয়সহ ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দা, চেন ও কুড়াল দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দুই সহোদরের মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।সকাল সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে তাদের বড় ভাই জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত হরেন বর্মন ঘটনাস্থলে ছুটে আসে।পরে হরেন স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।হরেন জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ইতিমধ্যে ফোন দিয়ে হুমকি প্রদান করছে মামলা না করার জন্য। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনা সম্বন্ধে অবগত হয়েছি।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com