রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:০০ অপরাহ্ন

‘শ্রমিক আন্দোলন নিয়ে নাশকাতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

‘শ্রমিক আন্দোলন নিয়ে নাশকাতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

ডেস্ক নিউজঃ পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে যদি কেউ ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের দাবি বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগিরি তাদের দাবি মিটিয়ে দেয়া হবে।শ্রমিকদের রাস্তা ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com