মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

চাঁদের উল্টো পিঠের ছবি পেতে শুরু করেছে চীন

চাঁদের উল্টো পিঠের ছবি পেতে শুরু করেছে চীন

ডেস্ক নিউজঃ  চীনের রোভার ও ল্যান্ডার চাঁদ পৌঁছানোর পর সেখান থেকে একে অন্যের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে।নভোযান যেখানে অবতরণ করেছে সেখানকার ভিডিও ও প্যানারমিক ছবি প্রকাশ করেছে চীনা মহাকাশ সংস্থা।

রোভার ও ল্যান্ডার নানা উপকরণ নিয়ে সেখানে গেছে যেগুলো সেখানকার ভূতাত্ত্বিক গবেষণা কাজে নিয়োজিত থাকবে।

চাং‘ই-৪ নামের এই অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের যে অংশে রোবট যানটি নেমেছে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এ অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে। আর চাঁদের এ অন্ধকার বা উল্টো দিকে এবারই প্রথম কেউ কোনো নভোযান পাঠাল।শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবট যানটি পাঠানো হয়েছে। এর মাধ্যমে চাঁদের পাথর আর মাটির নমুনা সংগ্রহের এই পথ উন্মুক্ত হলো চীনের জন্য।চীনা মহাকাশ সংস্থা বলছে, সেখানকার তাপমাত্রা দুশো সেন্টিগ্রেড পর্যন্ত তবে রোভার, ল্যান্ডার ও রিলে স্যাটেলাইট স্থিতিশীল আছে।

প্যানারমিক ছবি থেকে দেখা যাচ্ছে নভোযানটি ‘ভন কারমান ক্র্যাটার’ অংশে ল্যান্ডিং সাইটের তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছে। আর এ ছবির ভিত্তিতে প্রাথমিক বিশ্লেষণের কাজ করছেন বিজ্ঞানীরা।এসব ছবিতে দেখা যাচ্ছে লালচে ধরনের ভূমি আছে সেখানে। চাং’ই-৪ নামের এই অভিযান শুরু হয়েছিলো গত সাতই ডিসেম্বর আর এটি চাঁদের মাটি স্পর্শ করে গত ৩ জানুয়ারি।মহাকাশ সংস্থা বলছে, তারা পরিষ্কার ছবি পেতে শুরু করেছেন।
খবর বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com