সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-ভুজারীপাড়াব গ্রামের ১নং ওয়ার্ডের মোখছেদ আলী (ঠাটারী) এর পুত্র খলিলুর রহমান খলিল (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার ১৫ জানুয়ারী ভোরে ঘটনাটি ঘটে ৭৯১ এর ৬ এস নম্বর প্রধান সীমান্ত পিলারে । এ বিষয় ঠাকুরগঞ্জ গ্রামের ডাক্তার মোঃ আনোয়ার হোসেন বিষয়টি সংবাদ কর্মীকে জানান। বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর ৫১ সেক্টরের ডিমলা উপজেলা বালাপাড়া বিজিবি ক্যাম্পের কো¤পানি কমান্ডার সুবেদার মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খলিলের মরদেহটি সকাল ১০ টায় বিএসএফ’রা ক্যাম্পে নিয়ে যায়। তবে ফেরত চেয়ে ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যা¤েপ পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরন করা হয়েছে। দুপুরের উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএসএফ কর্মকর্তা জানান। নিহতের পরিবারের লোকজন জানান খলিল একজন গরু ব্যবসায়ীর রাখাল হিসেবে কাজ করেছিল।