মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বেতন কমিশনের মতবিনিময় সভা শিক্ষকদের সঙ্গে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে

র‌্যাবের অভিযানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন ব্যক্তির নামে ফেসবুক একাউন্ট ব্যবহারকারী ৫ জন সাইবার অপরাধী গ্রেফতার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৮৩

ভিশন বাংলা ডেস্কঃ গত ১১ জানুয়ারি ২০১৯ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এমপি স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের গোচরিভুত হয়। উক্ত প্রেস রিলিজ থেকে জানা যায়, কিছু কুচক্রি মহল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকসহ বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুল এর নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেজ থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার হচ্ছে। বঙ্গবন্ধু কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুল এর নামে অফিসিয়ালি কোন ফেসবুক পেইজ নেই। র‌্যাব এর সাইবার টহল দল বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধানকালে জানতে পারে কিছু স্বার্থান্বেষী মহল ফেইক ফেসবুক একাউন্ট/পেজ খুলে তাতে নিজেদের মোবাইল নাম্বার সংযুক্ত করে নিজেদের বিশেষ এজেন্ট দাবী করে প্রতারণা করে আসছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া বা ফেক ফেসবুক তৈরী করে সরকার বিরোধী প্রচার প্রচারণা, বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যক্তিগত বিষেদাগার এর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া, দেশী ও বিদেশী সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণকে বেছে নিয়েছে যা ডিজিটাল সিকিউরিটি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ এর সাইবার টহল দল ফেইক ফেসবুক ব্যবহারকারী ও তাদের মূল হোতাদের আইনামলে আনার লক্ষ্যে গত ১৬ জানুয়ারি ২০১৯ তারিখ ভোর থেকে ১৭ জানুয়ারী ২০১৯ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজধানীর মগবাজার, ডেমরা, মেহাম্মদপুর ও ঢাকা জেলার কেরাণীগঞ্জ ও সাভার এলাকা থেকে ০৫ জন সাইবার অপরাধী (১) মোঃ ওমর ফারুক (৩০), (২) মোঃ সাব্বির হোসেন (২৪), (৩) মোঃ আল আমিন (২৭), (৪) মোঃ আমিনুল ইসলাম আমিন (২৫) এবং (৫) মোঃ মনির হোসেন (২৯) (২৫)দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট হতে তাদের ব্যক্তিগত ভিন্ন ভিন্ন মডেলের ১২ টি মেবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com