শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭

হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক:

চাকরির প্রলোভন দেখিয়ে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন: মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), মো. আল-মাসুদ (৩২), মোছা. মনিকা আক্তার (১৮) ও মো. আবু সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলী শরীফ।

তিনি জানান, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ভুক্তভোগীদের একটি রেডমি মোবাইল এবং অপরাধে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুরের মো. রহমান ও বান্দরবনের মো. মনির উদ্দিন চাকরির বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে গত মঙ্গলবার মিরপুর শেওড়াপাড়ার একটি বাসায় ডেকে নিয়ে তাদের আটকে মারধর করা হয়। একইসঙ্গে কয়েকজন নারী পাশে বসিয়ে ভিডিও ধারণ করেন। এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১১ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পাশাপাশি তাদের সঙ্গে থাকা নোকিয়া ও রেডমি মোবাইলও ছিনিয়ে নেয়।

ডিবি জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীরা আত্মসম্মানের ভয়ে মামলা না করায় চক্রটি দিন দিন আরও সক্রিয় হয়ে উঠেছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com