সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৩

নিজস্ব প্রতিবেদক:

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ বীমা সংগঠক এ জেড কাওছার। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা খাতে যাত্রা শুরু করেন এ জেড কাওছার। এরপর দেশের বিভিন্ন জীবন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাজীবনেও তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পরে আইএবিআইটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (এইচআরএম) এমবিএ ডিগ্রি লাভ করেন।

বীমা খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকলেও তরুণ নেতৃত্বের উত্থান নতুন আশার সঞ্চার করছে। বীমা শিল্পের বিশেষজ্ঞদের মতে, তরুণ নির্বাহীরা নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর কৌশল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের মাধ্যমে এই খাতকে আরও প্রাণবন্ত করতে পারবেন।
স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা করছে, এ জেড কাওছারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ কোম্পানির উন্নতি ও প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ নেতৃত্বের এ ধারা দেশের বীমা খাতের সামগ্রিক উন্নয়নেও দিকনির্দেশক হয়ে উঠতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com