সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী জেলের অকালমৃত্যু: পরিবারের পাশে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স চুরি করা সিএনজির রূপ পরিবর্তন করে বিক্রি করতো চক্রটি প্রেমিকের বাড়িতে অনশনরত অবস্থায় নির্যাতনের শিকার প্রেমিকা স্ত্রীকে জোরপূর্বক নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ স্বামীর অবশেষে অজ্ঞাত শিশুটির অভিভাবকের সন্ধান মিলেছে টি-টোয়েন্টিতে শূন্যের অপ্রত্যাশিত রেকর্ডে শীর্ষে সাকিব চট্টগ্রাম পরিচ্ছন্ন, নিরাপদ এবং সবুজ নগরী গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অনেক: সিটি মেয়র শাহাদাত… সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ
বিপিএলে আজ শুরু চট্টগ্রাম পর্ব

বিপিএলে আজ শুরু চট্টগ্রাম পর্ব

ক্রীড়া ডেস্কঃ বিপিএলে ৪৬টি ম্যাচের মধ্যে ২৮টি শেষ। আর বাকি ১৮টি ম্যাচ। ঢাকা থেকে সিলেট, সিলেট ঘুরে ঢাকায় আসার পর এবার ঢাকা থেকে চট্টগ্রামে গেল বিপিএল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যা ৭টায় তারকায় ভরা রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চিটাগং ভাইকিংস।

চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে স্বাগতিক চিটাগং ভাইকিংস চারটি ম্যাচ খেলবে। গত আসরে লিগ পর্ব থেকে বাদ পড়েছিল চট্টগ্রাম, কিন্তু মুশফিকুর রহিমের নেতৃত্বে এবার দলটি শুরু থেকেই দুর্দান্ত খেলছে। সাত ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন সবার ওপরে অবস্থান করছে। আট ম্যাচে পাঁচ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গত আসরের রানার্সআপ দল ঢাকা ডায়নামাইটস।

ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আট ম্যাচে পাঁচ জয় নিয়ে আছে তৃতীয় অবস্থানে। আট ম্যাচে চার জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আছে চতুর্থ অবস্থানে। মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসও প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। আট ম্যাচে চার জয় নিয়ে পঞ্চম অবস্থানে আছে তারা।

অন্যদিকে, মাহমদুউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের বাদ পড়াটা প্রায় নিশ্চিত। একের পর এক ক্লোজ ম্যাচ হেরে চার পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ অবস্থানে। ৯ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে। সিলেট সিক্সার্স আট ম্যাচে দুটিতে জয় নিয়ে সবার নিচে অবস্থান করছে। তাদেরও প্লে-অফে খেলার আশা আছে। তবে বাকি চার ম্যাচে তাদের জিততে হবে। সেই সাথে আরও বিভিন্ন সমীকরণ মেলাতে হবে তাদের।

এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, তার মধ্যে ব্যাটিংয়ে শীর্ষে আছেন রংপুরের বিদেশি তারকা রিলি রুশো। আট ম্যাচে চার হাফ সেঞ্চুরিতে তিনি করেছেন ৩৫৯ রান। চট্টগ্রামের অধিনায়ক মুশফিকুর রহিম সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিতে ২৭৭ রান করে আছেন দ্বিতীয় অবস্থানে। সিলেট সিক্সার্সের বিদেশি খেলোয়াড় নিকোলাস পুরান আট ম্যাচে ২৭২ রান করে তৃতীয় অবস্থানে আছেন। তিনি হাফ সেঞ্চুরি করেছেন দুটি। খুলনার ওপেনার জুনায়েদ সিদ্দিক ৯ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিতে ২৪৯ রান করে আছেন চতুর্থ অবস্থানে। সিলেটের ডেভিড ওয়ার্নার সাত ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২২৩ রান করে পঞ্চম অবস্থানে আছেন। ইনজুরির কারণে সাত ম্যাচ খেলে দেশে ফিরে গেছেন ওয়ার্নার।

বোলিংয়ে সেরা পাঁচজনের পাঁচজনই বাংলাদেশি। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান ১৭ উইকেট নিয়ে সেরা অবস্থানে আছেন। ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সিলেটের তাসকিন আহমেদ। ১৩ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রংপুরের পেসার শফিউল ইসলাম ১৩ উইকেট নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। রাজশাহীর স্পিনার আরাফাত সানি ১২ উইকেট নিয়ে আছেন পঞ্চম অবস্থানে।

বিপিএলে তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিল

দল                              ম্যাচ        জয়          হার         পয়েন্ট     নেট রান রেট

চিটাগং ভাইকিংস                 ৭           ৬            ১             ১২           ০.৩৩৯

ঢাকা ডায়নামাইটস             ৮            ৫             ৩            ১০          ১.৩৬১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স           ৮            ৫             ৩            ১০          -০.০৩৭

রংপুর রাইডার্স                 ৮            ৪             ৪             ৮            ০.২৬৪

রাজশাহী কিংস                ৮            ৪             ৪             ৮            -০.৩৪৯

খুলনা টাইটান্স                ৯             ২              ৭              ৪           -০.৬৫৩

সিলেট সিক্সার্স                 ৮            ২              ৬            ৪           -০.৮৪২

বিপিএলে চট্টগ্রাম পর্বের ফিকশ্চার

তারিখ                                         ম্যাচ                              সময়                                   ভেন্যু

২৫ জানুয়ারি, ২০১৯                            রাজশাহী-সিলেট             দুপুর দুইটা                             চট্টগ্রাম

২৫ জানুয়ারি, ২০১৯                            চিটাগং-রংপুর               সন্ধ্যা সাতটা                           চট্টগ্রাম

২৬ জানুয়ারি, ২০১৯                           খুলনা-সিলেট               দুপুর দেড়টা                               চট্টগ্রাম

২৬ জানুয়ারি, ২০১৯                           চিটাগং-রাজশাহী  সন্ধ্যা সাড়ে ছয়টা চট্টগ্রাম

২৮ জানুয়ারি, ২০১৯                           কুমিল্লা-খুলনা                        দুপুর দেড়টা                   চট্টগ্রাম

২৮ জানুয়ারি, ২০১৯                           ঢাকা-রংপুর                          সন্ধ্যা সাড়ে ছয়টা            চট্টগ্রাম

২৯ জানুয়ারি, ২০১৯                            চিটাগং-কুমিল্লা                     দুপুর দেড়টা                   চট্টগ্রাম

২৯ জানুয়ারি, ২০১৯                            রাজশাহী-রংপুর                 সন্ধ্যা সাড়ে ছয়টা               চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০১৯                           চিটাগং-ঢাকা                        দুপুর দেড়টা                  চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০১৯                           রাজশাহী-সিলেট   সন্ধ্যা সাড়ে ছয়টা চট্টগ্রাম

তৃতীয় পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যান                            ম্যাচ        রান                  হাফসেঞ্চুরি                সেঞ্চুরি

রুশো (রংপুর)                       ৮            ৩৫৯                      ৪                     ০

মুশফিকুর (চিটাগং)                ৭              ২৭৭                       ৩                   ০

পুরান (সিলেট)                    ৮            ২৭২                         ২                       ০

জুনায়েদ (খুলনা)                   ৯             ২৪৯                        ১                     ০

ওয়ার্নার (সিলেট)                 ৭              ২২৩                        ৩                   ০

তৃতীয় পর্ব শেষে সেরা পাঁচ বোলার

বোলার                          ম্যাচ        উইকেট                      সেরা বোলিং

সাকিব (ঢাকা)                  ৮            ১৭                           ৪/১৬

তাসকিন (সিলেট)                ৮          ১৬                          ৪/২৮

মাশরাফি (রংপুর)                ৮          ১৩                          ৪/১১

শফিউল (রংপুর)  ৮            ১৩                                      ৩/৩১

আরাফাত (রাজশাহী)          ৮                ১২                     ৩/৮

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com