মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পর টাকা আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামানের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসি।
রবিবার দুপুরে (২টায়) বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবিভাবক ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল করিম, স্থানীয় বাসিন্দা রশিদুল হক, গোলাম রব্বানী ও লাইলি বেগম বক্তব্য দেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামান বিভিন্ন সময়ে উন্নয়নমূলক প্রকল্পের টাকা ও ভূয়া অভিভাবক তৈরি করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলন করে গোপনে আত্মসাৎ করেছেন। তাই এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে এ বিদ্যালয় থেকে বরখাস্তের দাবি জানান তারা।
মানবন্ধন চলাকালে প্রধান শিক্ষক সেফাউল জামান বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তবে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানিয় কয়েকজন মাতব্বর তাদের স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের কয়েকজন অবিভাবকদের সাথে নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণই মিথ্যা।