মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯

ক্রীড়া ডেস্কঃ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটিতে দলকে লড়াইয়ে পুঁজি গড়ে দিলেন রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডাসেন। রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান ইসুরু উদানা। তবে তার টর্নেডো ইনিংসের পরও হারল শ্রীলঙ্কা। ফলাফল ১৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মারক্রামকে হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন হেনড্রিকস ও ফন ডার ডাসেন। ১৮১ রানের বড় লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৪ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার প্রথম চার ওভার থেকে আসে মাত্র ২০ রান। এরপর শট খেলতে শুরু করেন দুই জনই। দ্রুত এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৪৬ বলে ৯ চারে ৬৫ রান করা হেনড্রিকসকে স্লোয়ার বলে ফিরিয়ে ১১৬ রানের জুটি ভাঙেন লাসিথ মালিঙ্গা। তিন ছক্কা আর চারটি চারে ৪৪ বলে ৬৪ রান করা ফন ডার ডাসেনকে বোল্ড করে বিদায় করেন আকিলা দনাঞ্জয়া। সেখান থেকে দলকে ১৮০ রানে নিয়ে যান জেপি দুমিনি। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি করে ছক্কা-চারে অপরাজিত থাকেন ৩৩ রানে।

১৮১ রান তাড়ায় শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ওভারে আভিশকা ফার্নান্দো ও কুসল মেন্ডিসকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। চতুর্থ ওভারে পরপর দুই বলে নিরোশান ডিকভেলা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন ক্রিস মরিস। ধাক্কা সামাল দিয়ে দলকে পথ দেখাতে পারেনি মিডল অর্ডার।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মরিস ৩ উইকেট নেন ৩২ রানে। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও স্টেইন।

আগামীকাল জোহানেসবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে শেষ হবে তাদের দক্ষিণ আফ্রিকা সফর।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮০/৩ (মারক্রাম ৩, হেনড্রিকস ৬৫, ফন ডার ডাসেন ৬৪, দুমিনি ৩৩*, মিলার ৯*; মালিঙ্গা ১/২৬, উদানা ১/৩৯, দনাঞ্জয়া ১/৩১, ভ্যান্ডারসে ০/২৫, থিসারা ০/৪৫, কামিন্দু ০/১২)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৯ (ডিকভেলা ২০, ফার্নান্দো ০, মেন্ডিস ৪, থিসারা ২২, অ্যাঞ্জেলো ১১, ডি সিলভা ১০, উদানা ৮৪*, দনাঞ্জয়া ১, মালিঙ্গা ৮, ভ্যান্ডারসে ০*; স্টেইস ২/৩৪, মরিস ৩/৩২, সিপামলা ০/৪২, প্রিটোরিয়াস ১/২২, শামসি ২/১৬, দুমিনি ০/১৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রাসি ফন ডার ডাসেন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com