সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশের পাতানো ফাঁদে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আজ সোমবার(৮ এপ্রিল) সকাল আনুমানিক দশটায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম শিহিপুর গ্রামস্থ মেসার্স বৃষ্টি হ্যাচারীর সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী গামী রাস্তায় চেকপোষ্ট বসিয়ে আট কেজি গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- রাণীশংকৈল থানাধীন বামনবাড়ী নেকমরদ এলাকার মো: আবু তাহের এর ছেলে জুয়েল হক (১৯) ও হরিপুর উপজেলাধীন গেদুরা মারাধার এলাকার মো: কালাম এর ছেলে সমিরুল ইসলাম (২৬)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে এসআই শামীম এর নেতৃত্বে এসআই নবীউল ও আরাফাত সহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম শিহিপুর গ্রামস্থ মেসার্স বৃষ্টি হ্যাচারীর সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী গামী রাস্তায় ওৎ পেতে থাকে। এসময় জুয়েল ও সমিরুল নামে দুই মাদক ব্যবসায়ী কৌশলে স্কুলব্যাগের ভিতর করে গাঁজার একটি বড় চালান নিয়ে সেই পথ দিয়ে যাওয়ার প্রাক্কালে ডিবি পুলিশ তাদের আটক করে। এসময় তাদের ব্যাগ তল্লাশী করলে আট কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করে ডিবি অফিসে আনা হয়।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত রয়েছে বলে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।