ক্রীড়া ডেস্ক: জাকজমকপূর্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে ভারতে গিয়েছেন হাবিবুল বাশার সুমন।
আইপিএলের মৌসুমের শুরুতে ধারাভাষ্যকর হিসেবে ভারতে পাড়ি জমিয়েছিলেন আতাহার আলী খান। তার পদচারণা অনুসরণ করে এবার ভারতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমান নির্বাচক। স্টার জলসা মুভিজের আমন্ত্রণে শুক্রবার সকালে কলকাতা গেছেন হাবিবুল বাশার। সাতদিনের জন্য ভারতে থাকার কথা তার। প্রসঙ্গত, হাবিবুল বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৩ হাজার ২৬ ও ওয়ানডেতে ২ হাজার ১৬৮ রান করেছেন তিনি।
এ জাতীয় আরো খবর..