সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখেই প্রেমিকার আত্মহত্যা

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখেই প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ভিডিও কলে চলছিল তাদের বাকবিতণ্ডা। প্রেমিক সাফ জানিয়ে দেয়, বিয়ে করতে পারবে না। প্রেমিকের এই বেঁকে বসাটা প্রেমিকা মেনে নিতে পারেন না। এক পর্যায়ে প্রেমিককে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন সায়মা কালাম মেঘা।

ঘটনাটি গত রবিবারের। ঝালকাঠি সদরের আবুল কালাম আজাদের মেয়ে মেঘা ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, মেঘার সাথে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীবি হাসান নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন যাবত তাদের পরিচয়। মাহীবি হাসান মেঘাকে বিয়ের কথা বলে তার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে তুলেছিল। স্বপ্ন দেখিয়েছেন সুখের সংসারের। তবে শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নেন তিনি। মেঘাকে জানিয়ে দিলেন তার সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব নয়।

এদিকে মেঘা তার প্রেমের সম্পর্কের কথা তার পরিবারের সদস্যদের আগেই জনিয়েছিলেন। এর জন্য মাহীবি হাসানকে বিয়ের বিষয়টি অবহিত করতে বলা হয় মেঘাকে। মেঘাও বিষয়টি মাহীবিকে জানান। তবে এবার বেঁকে বসেন তিনি। এনিয়ে বাকবিতণ্ডা চলছিল ভিডিও কলেই। এক পর্যায়ে রবিবার ভিডিও কল রেখেই ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন মেঘা।

মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যদের মাঝে শোক বিরাজ করছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘা ও মাহিবীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

মেঘার চাচা আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। রিপোর্ট পেলে এ ঘটনায় মামলা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে মেঘার প্রেমিক মাহীবি হাসান তার মোবাইল ফোনটি বন্ধ রেখেছেন। তাই তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com