শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ আসামির ৮দিন রিমান্ড

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণলতা পরিবহনের চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়া (২৪) গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বাসের চালক ও হেলপারসহ পাঁচ আসামির প্রত্যেককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (৭ মে) রাতে নিহত শাহিনুর আক্তার তানিয়ার পিতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে চার জন এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন।নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয় বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহানকে।গতকাল মঙ্গলবার (৭ মে) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে তানিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে ধর্ষণ ও আঘাতজনিত কারণে তানিয়ার মৃত্যুর আলামত মিলেছে।এছাড়া জেলার বিভিন্ন তানিয়া গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অব্যহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com