রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ টানা ৯ ওয়ানডে হেরেছে পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও বিবর্ণ তারা। গতকাল ব্রিস্টলে গুলবাদিন নাইবের দলের কাছে হেরেছে ৩ উইকেটে। পাকিস্তানের ২৬২ রানের চ্যালেঞ্জ ২ বল হাতে রেখে টার্গেটে পৌঁছে যায় আফগানিস্তান। বাবর আজম ১১২ রানের ইনিংস খেললেও সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। শোয়েব মালিক ৪৪ ও ইমাম উল হক করেছেন ৩২। মোহাম্মদ নবী ৩ ও রশিদ খানের শিকার ২ উইকেট। জবাবে হাসমতউল্লাহ শহিদীর হার না মানা ৭৪, হজরতউল্লাহ জাজাইয়ের ৪৯ আর মোহাম্মদ নবীর ৩৪-এ দারুণ জয় আফগানদের।
কার্ডিফে গতকাল অন্য প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৮ করেছিল দক্ষিণ আফ্রিকা। ফাফ দু প্লেসিস ৮৮ ও হাশিম আমলা করেন ৬৫। জবাবে লঙ্কানরা ৪২.৩ ওভারে অলআউট ২৫১ রানে। দিমুথ করুণারত্নে করেছিলেন ৮৭। আন্দিলে ফুলেকেয়োর উইকেট ২টি।
এদিকে বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির হানা। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পান শ্রীলঙ্কার অভিষ্কা ফার্নান্দো। মাঠ ছাড়েন স্ট্রেচারে। সাউদাম্পটনে অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগানও। ফার্নান্দো, মরগান দুজনেরই চোট কতটা গুরুতর জানা যাবে এক্স-রের পর। ক্রিকইনফো