রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বল হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার ক্যাপ্টেন ইনজুরিতে ভুগছেন এবং ইনজুরি নিয়েই খেলে যাচ্ছেন। এই সুযোগে শুরু হয়েছে তার সমালোচনা। সাধারণ ক্রিকেট দর্শক থেকে শুরু করে অজিত আগারকারদের মতো সাবেক তারকারও মুখর হয়েছেন ম্যাশের সমালোচনায়। এবার ক্যাপ্টের হয়ে সংবাদ সম্মেলনে মুখ খুললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার প্রশ্ন, মাশরাফির সমালোচকদের যোগ্যতা নিয়ে।
টনটনে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ ঝাড়েন তামিম। মাশরাফির সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘এসব কথা কারা বলে? এটা হলো গুরুত্বপূর্ণ। আমি আমার কথাটা বাদ দেই, মাশরাফি ভাইয়ের কথাটাই ধরি। যারা এটা নিয়ে লিখছে বা আলোচনা করছে। তারা ওটা লেখার আগে বা বলার আগে যদি দুইটা মিনিট একটু চিন্তা করে যে আমি কার ব্যাপারে বলছি। সে কি করেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য গত ১৫-১৬ বছর ধরে।’
মাশরাফির ইনজুরি নিয়ে তিনি আরও বলেন, ‘এখন বলতে পারেন সে তো আনফিট। সে যদি আনফিট হয় তাহলে ১০ বছর থেকেই তো আনফিট। তখন কিন্তু ইমোশনালি নিয়েছি। এখন একটু উনিশ বিশ হচ্ছে বলে এটাকে অনেক বড় করে দেখছি। কাজেই এমন একটা ব্যক্তির ব্যাপারে আমরা কথা বলছি যে ওই ব্যক্তির হাত ধরেই কিন্তু আমাদের এখানে আসা। দল হিসেবে, ব্যক্তিগতভাবে আমি নিজেও।’
দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এমন ব্যবহার নিয়ে মর্মাহত তামিম, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক আমার কাছে মনে হয়। কারণ উনি যা করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। উনার ব্যাপারে এইরকমের মন্তব্য করা এবং এসব নিয়ে আলোচনা করে আসলে খুব অন্যায্য। আমার মনে হয় উনি যা পাচ্ছেন তারচেয়ে বেশি শ্রদ্ধার দাবি করেন।’
এরপরেই আসে আগারকার প্রসঙ্গ। ভারতের সাবেক এই পেসার কয়দিন আগে বলেছিলেন, মাশরাফি একাদশে থাকার যোগ্য নয়। এই প্রসঙ্গে বেশ ক্ষোভ প্রকাশ করেই তামিম বলেন, ‘বিদেশি কিছু কিছু ক্রিকেটাররা কথা বলেছেন শুনেছি। আমার প্রশ্ন হলো ওরা নিজেদের জীবনে কী করেছেন। নিজে কী এমন করেছেন যে এভাবে বলছেন? বাইরের মানুষ কী বলছে এটা গুরুত্বপূর্ণ না। তারা তাদের মতো মতামত দিতে পারে। কিন্তু দেশের মানুষজনের বোঝা উচিত যখন মাশরাফি মুর্তজাকে নিয়ে কথা বলছি, ভাবতে হবে সে কত কী করেছে দেশের জন্য।’