বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের বিশ্বমঞ্চে একমাত্র জয় ইংল্যান্ডের সাথে। ১৪ রানের সেই জয়কেও আবার অনেকেই বলছেন হঠাৎ একদিন ভালো করেছে। এটি অপ্রত্যাশিত জয়! আর অন্য ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটের হার, শ্রীলংকার সাথের ম্যাচে বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়ানো, অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানের হার। সবশেষ ম্যাচে ভারতের কাছে ৮৯ রানের পরাজয় বলে দিচ্ছে কীভাবে একের পর এক আত্মসমর্পন করছে দলটি। ৫ ম্যাচে একটি জয়ে পয়েন্ট টেবিলের নিচে থেকে ২ নম্বরে আছে পাকিস্তান পয়েন্ট ৩ নিয়ে। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড আর সমর্থকদের হতাশা বাড়িয়েছে ভারতের কাছে ৮৯ রানে হার।
এমন অবস্থায় ২৩ জুন নিজেদের ৬ষ্ট ম্যাচে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে তারা। তার আগে সরফরাজ আহমেদের দলের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে এত খারাপ পারফরম্যান্স কেন! কারণ জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চায় আসল কারণ বের হয়ে আসুক। আর সে জন্যই চার সদস্যের বিশেষ কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ যেন মৃত ক্রিকেট পাকিস্তান দলের ‘ময়নাতদন্তের’ চেষ্টা!
পাকিস্তানের চারজন প্রাক্তন তারকাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। চারজনের এই কমিটি দলের এমন দৈনদশার আসল কারণ খুঁজবে। ঠিক কী কী কারণে দলের এমন দুর্দশা! তবে শুরুতেই হোঁচট খেয়েছে এই কমিটি। কারণ কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই কমিটি প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার মোহসিন খান। তার জায়গায় কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম আক্রামকে।
শুধুমাত্র বিশ্বকাপের পারফরম্যান্সই নয়, কোচিং স্টাফদের সবাইকে গত তিন বছরের পারফরম্যান্স কাঁটাছেড়া করতে বলা হয়েছে। এই বিশেষ কমিটি পাকিস্তান দলের পারফরম্যান্স ময়নাতদন্ত করবে। বিশ্বকাপে প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স আলাদা করে ময়নাতদন্ত করবে এই কমিটি।