রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: গত ম্যাচেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে একশ উইকেটের মাইলফলকে পৌঁছতে তার আর দরকার ছিল দুই উইকেটের। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্য ফিজ। তার ১০০তম শিকার হারিস সোহেল।
১০০ উইকেটের মাইফলকে পৌঁছে যাওয়া বাংলাদেশের ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ। এর আগে এর আগে মাশরাফি বিন মুর্তজা (২৬৫), সাকিব আল হাসান (২৬০), আব্দুর রাজ্জাক (২০৭), রুবেল হোসেন (১২৪) এবং মোহাম্মদ রফিক (১১৯) এই মাইলফলক স্পর্শ করেন।
দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় সাবেক কিউই পেসার শেন বন্ডের সঙ্গে সম্মিলিতভাবে চতুর্থ স্থানে আছেন মুস্তাফিজ। সবচেয়ে দ্রুততম ৪৪ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। দ্বিতীয় স্থানে অজি পেসার মিচেল স্টার্ক (৫২ ম্যাচে) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার সাকলায়েন মুশতকাক (৫৩ ম্যাচ)।
৪৫.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।